সামনে নির্বাচন, শিলিগুড়ির অবস্থাতে চিন্তায় শহরের ডাক্তারেরা

শিলিগুড়ি: করোনার তৃতীয় ঢেউয়ের শুরুতেই শিলিগুড়ির ৪ টি ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন করা হল । সেগুলি হল ১৪ , ১৯ , ২৫ ও ৩৯ নম্বর ওয়ার্ড । গত দু’দিনে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও ব্যাপক হারে সংক্রমণে সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

    যেসব ওয়ার্ডগুলোতে সংক্রমণ বেশি মাত্রায় দেখা দিয়েছে সেই ওয়ার্ডগুলিতে সরকারি গাইডলাইন মেনে মাইক্রোকনটেনমেন্ট জোন করা হল এই চারটি ওয়ার্ডের কিছু এলাকা। বলা হয়েছে আপাতত কিছু জায়গা জুড়ে তৈরী করে রাখা হবে কনটেন্টমেন্ট জোন।শিলিগুড়িতে গত কয়েকদিনে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হয়েছে।কয়েকদিনে শিলিগুড়িতে প্রায় কয়েকগুন বৃদ্বি পেয়েছে করোনা সংক্রমন।এর মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সংক্রমিত হয়ে ভর্তি আছেন প্রায় 25জন।এছারাও নতুন করে শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে করোনার দাপট বেড়েছে।নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিতে ভীড় করেছিলেন প্রায় কয়েকহাজার কর্মী সমর্থক।আর সেটা নিয়েই উঠছে নানা কথা।শিলিগুড়ির পরিস্থিতি নিয়ে চিন্তায় পড়ে গেছেন শহরের বিশিষ্ট ডাক্তারেরাও।জানা গেছে শুধুমাত্র কয়েকটি ওয়ার্ডকে মাইক্রো কনটেন্টমেন্ট জোন করে পরিস্থিতি সামাল দেওয়া হবে,তারপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে সামনে ভোট থাকায় শিলিগুড়ির জন্য আর কোন নতুন কোভিডবিধি লাগু করা হবে কি না সেটাও হয়ত চিন্তা করবে রাজ্য সরকার।জানাগেছে শিলিগুড়িতে নির্বাচনের সময় যদি করোনা বাড়ে তবে সেটা কিভাবে সামলানো যাবে সেই সিদ্ধান্ত ও নেবে রাজ্য সরকার।