|
---|
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগণা: ডাক্তারদের ধর্মঘটের জেরে প্রাণ হারালেন ক্যানিং এর বাসিন্দা শিখা গোমস্তা। বয়স ৩১। গুরুতর অসুস্থ অবস্থায় ঘুটিয়ারি শরিফ গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হওয়ায় ক্যানিং মহাকুমা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। ধর্মঘটের জেরে তাকে সেখানে ভর্তি করা যায়নি। অগত্যা আ্যম্বুলেন্স চিত্তরঞ্জনের অভিমুখে রওনা দেয়। সেখানেও ভর্তি করা না গেলে সারাদিন এ হাসপাতাল সে হাসপাতালে ঘোরার পর মৃত্যু হয় তার।