|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: মালদহ জেলার কালিয়াচক কলেজের দুই দিনব্যাপী শিক্ষামূলক তথ্যচিত্র প্রদর্শনী উৎসব পালিত হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর: জীবন ও কর্ম , বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন: শিক্ষা ও সমাজ সংস্কার, হাজী মুহাম্মদ মহসিন: শিক্ষা ও সমাজ উন্নয়ন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়: বিজ্ঞান সাধনা, বিষয় গুলোর উপরে তথ্যচিত্র প্রদর্শন এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আগ্রহ উদ্দীপনা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়। কলেজের ভার্চুয়াল হলে প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজিবর রহমান এবং এই সভায় উপস্থিত থাকেন তথ্যচিত্র নির্মাতা মুজিবুর রহমান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক অমিত ভট্টাচার্য, এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর সুভময় চৌধুরী। প্রথমদিনের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে কলেজের অধ্যাপক গোস্বামী, জিয়াউল হক, সমৃতা পান্ডা, এবং দ্বিতীয় দিনে গজেন কুমার বাড়ৈ, সায়েম আহমেদ, সৌরভ মজুমদার , মুনশিফ আলি রিজভী, শিক্ষাকর্মী পুলক সাহা সহ আরো অনেকে সহযোগিতা করেন। সভাপতির ভাষণে অধ্যাপক নজিবর রহমান বলেন ছাত্র-ছাত্রীদের তথ্যচিত্র প্রদর্শন যেমন শিক্ষা অর্জনের মাধ্যমে সাথে সাথে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে উপনীত হওয়ার মাধ্যম হিসেবে বা উন্নতি করার সিডি হিসাবে অনুপ্রেরণার উৎস হতে পারে । চিত্র নির্মাতা মুজিবুর রহমান উল্লেখ করেন ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অনুপ্রেরণা এবং উন্নত মানসিকতা অর্জনের লক্ষ্যে এই শিক্ষামূলক তথ্যচিত্র গুলি ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ জীবনকে আলোকিত করবে। প্রফেসর অমিত ভট্টাচার্য প্রথম দিনের উদ্বোধক এর ভাষণে উল্লেখ করেন কালিয়াচক কলেজ যেভাবে নাজিবর রহমানের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের জন্য তথ্যচিত্র প্রদর্শন এর মাধ্যমে ও অন্যান্য কাজে উদ্যোগ নিয়ে ছাত্র-ছাত্রীদের সামগ্রিক বিকাশের চেষ্টা করছেন প্রশংসনীয়। হাজী মোহাম্মদ মহাসিন , বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর এদের মত দিকপাল যেভাবে সমাজে অবদান রেখেছেন আজকের ছাত্র-ছাত্রী অবদান রাখুক। শুভময় চৌধুরী বলেন প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞানী ছিলেন সাথে সাথে জাতীয়তাবাদী ও শিল্পোদ্যোগী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে বিশেষ অবদান রেখেছেন।