|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চান্ডুলী গ্রামে ঐতিহ্য পূন্য পঞ্চম দোল অনুষ্ঠিত হচ্ছে সোমবার। চান্ডুলী গ্রামে এই দোল উৎসব’টি হয়ে আসছে প্রায় ১০০ বছর ধরে। সকাল থেকে শুরু হয় এই দোল উৎসব। এই দোল উৎসবে মেতে উঠেছে সকল গ্ৰামবাসীরা। দোল উৎসব উপলক্ষে রাতিতে অন্নকূট-এর আয়োজন করা হয়। সকল গ্রামের মানুষ এই অন্নকূট উৎসবে যোগদান করেন।