দলিত ও নারী হত্যার প্রতিবাদে কলকাতার রাজপথে গর্জে উঠলেন বাংলার বিভিন্ন সংগঠন

 

    নিজস্ব সংবাদদাতা,নতুন গতি: ভারতবর্ষে প্রতিদিন অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু অপরাধীরা আইনের ফাঁক বুঝে ছাড়া পেয়ে যাচ্ছে। ভারতবর্ষে দলিত ও নারী হত্যা নিত্যদিনের ঘটনা , এবার কলকাতার রাজপথে গর্জে উঠলেন বাংলার বিভিন্ন সংগঠন। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের হাথ্রাসে ধর্ষণ করে খুন করা হয় 19 বছর বয়সী একটি মেয়েকে তারপর মেয়েটির বাড়ির অমতে মাঠের মধ্যে ডেড বডি জ্বালিয়ে দেয় পুলিশ। এই ঘটনা সামনে আসার পরেই সারা দেশজুড়ে বিদ্রোহের আগুন জ্বলছে। মুখ পড়েছে মোদি সরকারের। কলকাতার এই গন সংগঠনগুলোর দাবি আচ্ছে দিনের ভারতবর্ষে প্রতিদিন এভাবে মানুষকে মরতে হবে আমরা কখনোই ভাবিনি’, উত্তরপ্রদেশের যে নির্মম ঘটনা ঘটেছে সেই মনীষা বাল্মীকির অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতে হবে।