| |
|---|
সংবাদদাতা : দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে ত্রিশ শে জুন এবং পহেলা জুলাই ২০২৫ সাল কবিতীর্থ চুরুলিয়া কবি পত্নী প্রমিলা ও কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণা করা হয়। সারা বাংলা থেকে প্রচুর কবি সাহিত্যিক নৃত্যশিল্পী সংগীত শিল্পী পত্রিকার সম্পাদক এবং নানা রকম গুণীজন উপস্থিত ছিলেন ।দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা কাজী আলী রেজা সভাপতি দিলীপ বিশ্বাস সম্পাদক সোনালী কাজী সমগ্র অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করেন। সঞ্চালনা করেন সাহিত্যিক কবি শিক্ষিকা লীলাবতী বিশ্বাস এবং রিনা যাদব। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল গবেষক ডক্টর প্রহ্লাদ রায় কাজী নজরুল সম্পর্কে নানা দিক তুলে ধরেন এবং বর্তমানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে মূল্যায়ন করেন তিনি বলেন নজরুল ইসলাম যা করেছেন বিশেষ করে দলিত শোষিত অর্থনৈতিকভাবে দরিদ্র এবং ধর্মীয়ভাবে নিষ্পেষিত অবহেলিত তাদের জন্য কাজী নজরুলের কলম ভীষণভাবে কাজ করেছে। পৃথিবীতে কাজী নজরুল ইসলামের মত এত কাজ সাধারণ মানুষের জন্য সাম্যবাদের জন্য মানুষের মর্যাদার জন্য আর কেউ করেনি। যতদিন যাবে কাজী নজরুল ইসলাম ধুমকেতুর মতো রবির কিরণে আরো বেশি আলোকিত হবেন। অনেকেই একক এবং সমবেত সংগীত পরিবেশন করেন নৃত্য পরিবেশন করেন অনেকেই কাজী কল্লোল তার কন্ঠ কাজী নজরুলকে স্মরণ করিয়ে দেয় ।সোনালী কাজী সংগীতে ও আলোচনায় প্রমিলাদেবী এবং তার দাদু কাজী নজরুলকে বিশেষভাবে স্মরণ করেন ।সভাপতি দিলীপ বিশ্বাস বলেন নজরুল ইসলাম এতদিন নানা কারণে এবং সরকার এবং সাহিত্য জগতের বিশেষ চাপে সঠিকভাবে মূল্যায়ন হননি। পহেলা জুলাই 2025 সকাল ৮ঃ০০ ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সকলে প্রমিলা দেবীর সমাধিক্ষেত্রে এবং কাজী নজরুলের সমাধিক্ষেত্রে মর্যাদা সহকারে বস্ত্র চড়িয়ে দেওয়া হয় পুষ্পার্ঘ নিবেদন করা হয় সংগীত এবং কবিতা পরিবেশিত হয়। সকাল দশটায় কবিতা উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক সংগঠক কবি বরুণ চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন কাজী নজরুল ইসলাম অল্প সময়ের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে লিখেছেন তাকে আরও বেশি করে লোকের কাছে পৌঁছাতে হবে। এই কাজে কাজী রেজাউল করিম বিশেষ ভূমিকা পালন করেছেন ।বর্তমানে সোনালী কাজই এই কাজ করে চলেছেন সঙ্গে দিলীপ বিশ্বাস সহ অনেকেই এই কাজের দায়িত্ব নিয়েছেন আশা করি আমরা বাংলা সাহিত্যের লোকেরা কাজী নজরুলকে আরো বেশি করে জানতে পারবো। আম্বেদকর কালচারাল কলেজের সভাপতি এবং বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস কাজী নজরুল সম্পর্কে অনেক নতুন কথা তুলে ধরেন। তিনি কাজী নজরুলকে শুধু বিদ্রোহী কবি হিসাবে ভাবেন না কাজী নজরুল একাধারে প্রেমিক কবি সাম্যবাদী কবি মানুষের কবি ধর্মের বিরুদ্ধে তিনি কিছু বলেননি কিন্তু ধর্মের মধ্যে যে সমস্ত অমানবিক এবং প্রতারণা রয়েছে তার বিরুদ্ধে বজ্র কঠিন কন্ঠ প্রয়োগ করেছেন। বিশিষ্ট ডাক্তার এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সম্পাদক হাসিবুর রহমান চৌধুরী কাজী নজরুল সম্পর্কে তার ছাত্র জীবনের অনেক ভালোলাগার কথা বলেছেন ।তিনি অঙ্গীকার করেছেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এবং কবিতীর্থ চুরুলিয়ার জন্য নানাভাবে নানা রকম সাহায্য সহযোগিতা করবেন। এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কবি সাহিত্যিক শিল্পী পত্রিকার সম্পাদক এবং গুণীজন উপস্থিত ছিলেন। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন প্রতিভার সন্ধানে পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা, তিনি সোনালী কাজী দিলীপ বিশ্বাস এবং কল্লোল কাজী কে সম্বর্ধিত করেন। উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ মল্লিক কালিন্দি পত্রিকার সম্পাদক সুন্দরবন থেকে এসেছিলেন বিকাশ মণ্ডল বিশিষ্ট কবি রাজিব ঘাঁটি স্বপন দত্ত বাউল প্রসেনজিৎ ঘোষ অচিন্ত্য মন্ডল অপর্ণা দেওঘরিয়া জীবানন্দ কর্মকার সত্যকাম বাগচী সাধন দত্ত বিশিষ্ট সমাজসেবী রানু রায় কবি মনিন্দ্র হালদার সুপ্রিয় কাজী জহর ব্যানার্জি তাজিমুর রহমান চন্দ্রশেখর সরকার অমিত সাহা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আচার্য শ্রী অমর চাঁদ কুন্ডু বিশিষ্ট শিক্ষা সম্প্রসারক। সকল কবি বন্ধুদের রেজাউল করিম কবি সম্মান প্রদান করা হয় এবং সমস্ত শিল্পী সমাজসেবক দেরকে দোলনচাঁপা রত্ন সম্মান দেওয়া হয়। পাঁচজন বিশিষ্ট মহিলাকে কবি পত্নী প্রমিলা সম্মানে ভূষিত করা হয়। ছাত্র-ছাত্রীদের বর্ষার জন্য ছাতা এবং স্থানীয় মায়েদের শাড়ি বিতরণ করা হয়। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর এই প্রমিলা নজরুল স্মরণ অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন পশ্চিমবঙ্গ সরকার এবং আম্বেদকর কালচারাল কলেজ।


