দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা দুর্গাপুরে।

লুতুব আলি : দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা দুর্গাপুরে। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহের বিপিনচন্দ্র পাল সভাকক্ষে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। পৌরহিত তো করেন কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার তথা কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী। অনুষ্ঠানের প্রারম্ভে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর সদস্য সদস্যরা নজরুলের চিরন্তন গান সাম্যের গান গাই দিয়ে শুরু করেন। উল্লেখ্য দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে গত মে মাসে দুর্গাপুরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা সম্পন্ন করে। প্রায় আড়াইশো প্রতিযোগী কবিতা আবৃত্তি, সংগীত, বসে আঁকো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এলাকায় সারা ফেলে দিয়েছিল। সফল প্রতিযোগীদের নজরুলের লেখা বই ও স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে বেশ কিছু গুণী মানুষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংবর্ধিত করা হয়। উল্লেখযোগ্যরা হলেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত, বিশিষ্ট সংগীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, গুরু তপন দে, বিপ্লব চট্টোপাধ্যায়, বিশিষ্ট তবলা শিল্পী সৌমিত্র জিৎ চট্টোপাধ্যায়, শ্যামাপদ মুখোপাধ্যায়, বাচিক শিল্পী কাকলি দাশগুপ্ত, কাকলি রায়, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বাদ্য কর, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এর রাজ্য সভাপতি মোহিত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গুরু তপন দে, কল্লোল কাজী, রুকসা মুখার্জি, মধুমিতা মুখার্জী, রুনা ভট্টাচার্য, সুতপা চৌধুরী প্রমুখ। এক সাক্ষাৎকারের সোনালি কাজী বলেন, দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন দুর্গাপুর এলাকায় কাজ করে ব্যাপক সাড়া পেয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে নজরুলের দর্শনকে ছড়িয়ে দিতে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন বদ্ধপরিকর। এ দিনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী কাজী ব্যবস্থাপনায় ছিলেন মিঠুন চক্রবর্তী সহ অন্যান্য সদস্যবৃন্দ।