দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা চুরুলিয়ায়।

লুতুব আলি, বর্ধমান, ৫ এপ্রিল : কবিতীর্থ চুরুলিয়ায় অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সংস্কৃতি প্রতিযোগিতা। আয়োজক: দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন।অনুষ্ঠানের প্রারম্ভে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল :কবিতা আবৃত্তি,নাচ,গান,অঙ্কন। পুরো অনুষ্ঠান ঘিরে ছিলেন নজরুল। নজরুলের লেখা নিয়ে সমগ্র অনুষ্ঠান টি হয়। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর উদ্দেশ্য হল : কাজী নজরুল ইসলামের আদর্শের প্রচার ও প্রসার ঘটানো। নজরুল চেয়েছিলেন শোষণ হীন সমাজ। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কর্ণধার কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজী বলেন,বর্তমান প্রজন্মের কাছে নজরুল ইসলামের স্বদেশ প্রেম, দেশ্যাত্ববোধক লেখাগুলি বেশি করে তুলে ধরা দরকার। দেড় শতাধিক ছেলে মেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এই প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন,রুনা ভট্টাচার্য,শম্পা ভট্টাচার্য,করবি রায় চৌধরী,প্রলয় ভট্টাচার্য,জ্যোতির্ময় ভট্টাচার্য্য,পার্থ চক্রবর্তী,প্রিয়াঙ্কা মাজি,কলতান দত্ত,ঝুম্পা রায়,শান্ত ময় গোস্বামী,প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন প্রদ্যুৎ রায়,অসীম গৌতম সরকার,সুমিত গঙ্গোপাধ্যায়,নীলোৎপল রায় চৌধরী, ড:দীপঙ্কর মজুমদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোনালী কাজী।