|
---|
নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, ডোমকল: গত ৭ ফেব্রুয়ারি ডোমকল বাজার ব্যবসায়ী সমিতি হলে অনুষ্ঠিত হল ‘আবার এসেছি ফিরে’ পত্রিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভামুখ্যের আসন অলংকৃত করেন কবি সন্দীপ বিশ্বাস। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শান মিস্ত্রী। স্বাগত ভাষণে সম্পাদক এবাদুল হক সাহিত্যের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। ওই দিন ‘আবার এসেছি ফিরে’ পত্রিকার পক্ষ থেকে সম্মানিত করা হয় তিনজন বিশিষ্ট সাহিত্যিককে। প্রাবন্ধিক আমিনুল ইসলামকে সংবর্ধনা দেওয়ার কথা হলেও তিনি উপস্থিত থাকতে পারেননি। বাকি দুই জন বিশিষ্ট কবি নিখিলকুমার সরকার ও এম এ ওহাবকে উত্তরীয়, চাদর, সংবর্ধনা পত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। সংবর্ধনা পেয়ে কবি এম এ ওহাব তাঁর প্রতিক্রিয়ায় জানান ”এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”ওই দিন প্রকাশিত হয় এবাদুল হক সম্পাদিত ‘ আবার এসেছি ফিরে ‘ ও ‘এবং পুনশ্চ ‘ পত্রিকা। সঙ্গে প্রকাশিত হয় সম্পাদক এম এ ওহাব ও নির্বাহী সম্পাদক ইসা আনসারী সম্পাদিত ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকা এবং মহঃ মুস্তফা শেখ সম্পাদিত ‘সমাজ বার্তা’ পত্রিকা। প্রকাশিত হয় একগুচ্ছ কবিতা ও উপন্যাসের বই। যেমন,
মতিউল ইসলাম-এর কাব্যগ্রন্থ ‘নাস্তিকের নেগেটিভ ঈশ্বর চিন্তা’
মুহা. আকমল হোসেন-এর কাব্যগ্রন্থ ‘ছেঁড়া কাফনের মেঘ’
মাসুদ হাসান-এর ‘কাব্য ভেবে দেখুন আপনি মৃত কিনা’
আব্দুল হান্নানের উপন্যাস ‘কালের স্রোতে
তুমি’
এম এ ওহাব-এর কাব্য ‘দুঃসময়ের কবিতা’
এবাদুল হক-এর কাব্য ‘পলাতক ছায়া’
এবাদুল হক-এর কাব্য ‘সময়ের জলছাপ’
অনুষ্ঠানে এম এ ওহাবের কবিতা নিয়ে আলোচনা করেন কবি সন্দীপ বিশ্বাস। সামগ্রিক বিষয়ে অনবদ্য আলোচনা করেন সাহিত্যিক সামশুল আলম। তিনি বলেন “এক সঙ্গে এত বই ও পত্রিকা প্রকাশ ডোমকল তথা মুর্শিদাবাদের আরও একটি ইতিহাস হিসেবে বেঁচে থাকবে। এরপর অনুষ্ঠিত হয় নদিয়া, মালদহ,মুর্শিদাবাদের এক ঝাঁক কবিদের কবিতা পাঠ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশিদুল বিশ্বাস ও মোজাম্মেল হক।