ডোমকলে মহিলা পরিচালিত দোল উৎসবে উন্মাদনা।

লুতুব আলি, ৯ মার্চ : মুর্শিদাবাদের ডোমকলে বাজিতপুর গ্রামে দোল খেলা ও বসন্ত উৎসব উদযাপিত হল। বাজিতপুর গ্রামের মহিলারা গত তিন বছর ধরে এই দোল উৎসব করে আসছেন। গ্রামের আবাল বৃদ্ধ বনিতারা ও বহিরাগত অতিথিদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বাজিতপুর এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রা চলাকালীন দোল খেলায় সকলে রঙিন হয়ে ওঠেন। পরে অনুষ্ঠান প্রাঙ্গণে ও একই ছবি দেখা যায়। এ দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কবি ও বিশিষ্ট সংগীত শিল্পী কৃষ্ণা মন্ডল জানান, বাজিতপুর দোলখেলা ও বসন্ত উৎসবের অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনা সঞ্চার হয়। প্রথিতযশা দুই সংগীতশিল্পী কৃষ্ণা মন্ডল ও রবিউল আলম এ দিনের সমগ্র অনুষ্ঠানে সকলের মণি ছিলেন। তাঁদের সাবলীল গান শুনে সকলে তারিফ করেন। এছাড়াও তবলা শিক্ষক সুকেশ বিশ্বাসের ছাত্রদের সমবেত তবলা লহরা সকলের নজর কাড়েন। একক সংগীত, সমবেত নৃত্য, মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠানে এক অন্য মাত্র এনে দেয়। বাজিতপুর মহিলা কমিটির পক্ষে সম্পাদক সোমা চৌধুরী, সভাপতি বন্দনা চৌধুরী, সহ-সভাপতি মুনমুন পাল সহ কেয়া পাল, মানসি সিনহা, চৈতালি সিনহা, মৌসুমী ঘোষ পাল সকলকে স্বাগত ও উষ্ণ অভিনন্দন জানান।