মুর্শিদাবাদের ডোমকলে প্রকাশ্যে গুলি গুলি বিদ্ধ এক ব্যক্তি

 

    এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:মুর্শিদাবাদ জেলার ডোমকলে চললো প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপি এবং গুলি । দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় ডোমকল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রঘনাথপুর মোড়ে । যদিও স্থানীয় মানুষের বক্তব্য তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার রঘুনাথপুর মোড়ে । ঘটনায় গুলি লেগে জখম ১ ব্যাক্তি । জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি । ঘটনাস্থলের ডোমকল সাব ডিভিশন পুলিশ আধিকারিক মোহাম্মদ ফারুক চৌধুরী এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি এলাকায় বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।