|
---|
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:হাজী হারুন অর রশিদ সোসাইটির পরিচালনায় বিশিষ্ট সমাজসেবী সেলিম ইউসুফের উদ্যোগে আজকে ৪০০ জন দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিলেন মাননীয় ডোমকল এসডিপিও সাহেবের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ফারুক মোহাম্মদ চৌধুরী সাহেব ডোমকল এসডিপিও এছাড়াও বিশিষ্ট সমাজসেবী কামরুজ্জামান মন্ডল পৌরসভার ভাইস চেয়ারম্যান আলম খান মহাশয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরাবুল হক ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি শহিদুল ইসলাম মহাশয় এছাড়া আরো অনেকেে।
এই সাহায্য পেয়ে অনেক খুশি এলাকার সাধারণ অসহায় মানুষ।