|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি :: ডোমকল তাজ লজে অনুষ্ঠিত হয়ে গেল অন্যমুখ পত্রিকার প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও গল্পকার এম নাজিম। অতিথি হিসাবে ছিলেন ঔপন্যাসিক সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার ওমর ফারুক,সুদীপ্ত দেবনাথ,অাসিরুল ইসলাম,রাশিদুল বিশ্বাস,অন্যমুখ পত্রিকার সভাপতি বিভাস বিশ্বাস, কালাম শেখ,বদুরুদ্দোজা,আজিজুল ইসলাম,ইউসুফ আলী,এম সদর আলী প্রমুখ মুর্শিদাবাদের কবি-সাহিত্যিক।
অনুষ্ঠান শুরু হয় রীতম বিশ্বাসের কণ্ঠে উদ্বোধনী সংগীত দিয়ে। তারপর উপস্থিত কবি-সাহিত্যিকদের কবিতা ও আলোচনায় সমৃদ্ধ হয়ে ওঠে অনুষ্ঠান। অন্যমুখ পত্রিকার সম্পাদক তার স্বাগত ভাষণে ডোমকলের সাংস্কৃতিক পরিমন্ডলের উন্নয়ন কিভাবে করা যায় এবং অন্যমুখ পত্রিকার আগামী পরিকল্পনা সম্পর্কে বলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এম এ ওহাব।