|
---|
নিজস্ব সংবাদদাতা : বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব,সেই উৎসবের প্রাক্কালে অসহায় দুস্থ প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে পুলিশ প্রশাসন তথা সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বস্ত্র প্রদান করা হচ্ছে।
অনুরূপ ভাবে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির উদ্যোগে জেলার নলহাটি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বস্ত্র বিতরন করা হয়। প্রতিবন্ধী কিম্বা প্রতিবন্ধীদের পরিবারের সদস্যদের মধ্যেই চিহ্নিত করে মূলত এই বস্ত্র প্রদান করা হয়।সোনারকুন্ড, বাউটিয়া, কানসাইল,ধর্নাঙ্গী,কুসুমঝুলী, সালডাঙ্গা, পাইকপাড়া, টকিপুর ইত্যাদি গ্রামের প্রতিবন্ধীদের হাতে সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির সম্পাদক বদরুদ্দোজা শেখ, সংগঠনের সচিব জসিমউদ্দিন শেখ,
সঞ্জীব দাস
মিরজাহান খান প্রমুখ সমাজসেবীগন।