|
---|
নিজস্ব প্রতিনিধি : হুগলি জেলার ধনিয়াখালি থানার হিরণ্য বাটি গ্রামে রওশন আলী মল্লিক জুনিয়ার হাই মাদ্রাসা প্রাঙ্গণে এক মহতী শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান হয়ে গেল।অনুষ্ঠানের উদ্বোধন করেন সুফি পীরবাবা আব্দুস সালাম হুসাইনী সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়াখালি বিধায়িকা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অসীমা পাত্র ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও গল্পকার ডক্টর কৌশিক রায়চৌধুরী, তরুণ শিল্পোদ্যোগী জসীম উদ্দিন মন্ডল, হাফেজ রবিউল সাহেব ও বিশিষ্ট চিত্রসাংবাদিক সত্যজিৎ চক্রবর্ত্তী । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক। ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার কোষাধক্ষ্য রাজেকা মল্লিক, সিরাজুল ইসলাম, সোমনাথ পাখিরা, ঐন্দ্রিলা পাল , রাজু ভট্টাচার্য । প্রায় দুই শতাধিক অসহায় গরীব মানুষকে কম্বল বিতরণ করা হয়।