দুয়ারে সরকারের পর বাড়ি বাড়ি রেশন শুরু হলো নদীয়া জেলার বিভিন্ন ব্লকের

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া: রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকারের পর বাড়ি বাড়ি রেশন শুরু হলো নদীয়া জেলার বিভিন্ন ব্লকের উদ্যোগ খুবই প্রশংসনীয় তবে প্রয়োজন ছিল আরো আগে যখন করনার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছিলো, লকডাউনে বাইরে বেরোনোর উপায় ছিল না অত্যন্ত প্রয়োজন ছিল! কেউবা জানালেন ধারাবাহিকতা বজায় থাকলে খুবই প্রশংসনীয় পদক্ষেপ! রাজ্য সরকারের নির্দেশে দুয়ারে সরকারের পর বাড়ি বাড়ি রেশন ব্যবস্থা শুরু হওয়ার প্রথম দিনে উপভোক্তা এমনটাই জানালেন। শুধু শান্তিপুর নদিয়া নয় সারা রাজ্যেই বিভিন্ন রেশন ডিলাররা তাদের বায়োমেট্রিক মেশিন ওজন যন্ত্র চাল গম আটা নিয়ে সকাল-সকাল হাজির হলেন উপভোক্তার বাড়িতে। সাথে অবশ্য স্থানীয় প্রশাসকরা উপস্থিত ছিলেন। নদীয়ার শান্তিপুরে এরকমই এক চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় আজ প্রথম দিন আনুষ্ঠানিকভাবে পাঁচজন রেশন ডিলার শান্তিপুর শহরের বিভিন্ন এলাকায় একটি বা দুটি জায়গায় এ ধরনের আয়োজন করেছেন। তবে রেশন ডিলার দের মতে সরকারি নির্দেশ মানতেই তারা আপাতত রাজি হয়েছেন তবে দোকান থেকে যত দ্রুত সম্ভব হয়, তা হয়তো হয়ে উঠবে না এধরনের ব্যবস্থায় !তবুও উপযুক্ত কমিশন মিললে, এবং প্রশাসনিক সহযোগিতা থাকলে তবেই ধারাবাহিকতা বজায় রাখা যেতে পারে বলেই মনে করেন তারা।

    উপভোক্তাদের মধ্যে বেশিরভাগ মনে করছেন এর ফলে রেশনের দোকানে যাওয়া আসার সময় এবং লাইন থেকে বাঁচবেন তারা।

    শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্যা বাসনা মঠ, শাহজাহান শেখ সহ দু এক জন এলাকাভিত্তিক প্রাক্তন কাউন্সিলারদের দেখা। তবে আগামী কাল থেকে প্রতিদিন চলবে এ ব্যবস্থা , শনি এবং রবিবার রেশন ডিলার রা তাদের নিজ নিজ দোকানে বসবেন। যেহেতু এসব চায় অনেকেই রেশন তুলে নিয়েছেন তাই শুরুটা ফাঁকা হলেও আগামীতে সিঁদুরে মেঘ দেখছেন ডিলাররা, আর সে কারণেই বারংবার স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।