|
---|
আলিফ ইসলাম,মেমারি : ৩০ অক্টোবর হুগলি জেলার দশঘরার জমিদার বাড়ির নাচমহলে অনুষ্ঠিত হল জিরো বাউন্ডারি পত্রিকার কবিতা উৎসব ও সাহিত্য সন্মাননা প্রদান অনুষ্ঠান।এই মহতী সাহিত্য সভায় অর্ধশতাধিক কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন। জিরো বাউন্ডারি পত্রিকার সম্পাদক আফজল আলির সুললিত সঞ্চালনায় এবং সকল সভ্য-সদস্যের আন্তরিকতায় আলাপচারিতা, সন্মাননা প্রদান এবং কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি বেশ একটা ঘরোয়া আন্তরিকতার ছোঁয়া পেয়ে যায়। এই কবিতা উৎসবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কবি কাজী নূর। এছাড়া পিনাকী রঞ্জন সামন্ত, নাসির ওয়াদেন, দেবানন্দ ভট্টাচার্য্য,সুমিত সাহা, চিরঞ্জীব হালদার, অমিতাভ ঘোষ, সৈয়দ আতাউর রহমান, সেখ হাসানুজ্জামান,রহিম রাজা, সুফি রফিক উল ইসলাম, আবু বক্কার সিদ্দিকী, সেখ সানাউল আলম,তপন মন্ডল,হরিৎ গঙ্গোপাধ্যায়, কাজী মোমিনুল হক, সোমা মুখোপাধ্যায়, বিমান কুমার মৈত্র,জিনিয়া মৈত্র,বেনুগোপাল হালদার, নীলোৎপল গুপ্ত,সায়ন ব্যানার্জী, গৌতম কুমার যশ,তারক চক্রবর্তী, রঞ্জন মন্ডল,লক্ষী মন্ডল, দীপ্তি চক্রবর্তী,নীলম সামন্ত, কৌশিক চক্রবর্তী ,পায়েল নন্দী প্রমুখ জিরো বাউন্ডারির নাচমহলের বাউন্ডারিতে উপস্থিত ছিলেন।