দোষীদের গ্রেপ্তার ও চরম শাস্তির দাবিতে মিছিল

সেখ সামসুদ্দিন, ১৬ আগস্টঃ আরজিকর হসপিটাল কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও চরম শাস্তির দাবিতে মেমারিতে পলিটেকনিক কলেজ ও মেমারি কলেজ থেকে দুইটি পৃথক মিছিল বার করা হয়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মেমারি কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই মিছিল সংগঠিত হয়।