|
---|
সেখ সামসুদ্দিন, ৩ এপ্রিলঃ বর্ধমান শিয়ালদা ডাউন লোকাল ৩১১৫2 পালসিট ও রসুলপুর স্টেশনের মাঝে ঝড়-বৃষ্টির মধ্যে সামনের প্যানটোগ্রাফ ভেঙ্গে দাঁড়িয়ে পড়ে। ওই অবস্থায় পাইলট গাড়িটিকে রসুলপুর স্টেশন পর্যন্ত টেনে আনেন। তারপরে থেমে যায়, কখন গাড়ি ছাড়বে কোন নিশ্চয়তা নেই।যাত্রীরা বিভ্রান্ত, কারো দাবি ছাড়তে হবে অবিলম্বে, কারো দাবি মেমারি পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে, কারো দাবি পয়সা ফেরত দিতে হবে। এক যাত্রীর দাবি বিনা টিকিটে যাত্রা করলে জরিমানা করা হয়। তাহলে গাড়ি না চললে পয়সা কেন ফেরত দেয়া হবে না।