পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর পরিবারের বিরুদ্ধে

মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া:পণের দাবিতে এক গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত বানপুর এলাকায়। বছর তিক আগে হাঁসখালি থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা পরমা নাথের সঙ্গে কৃষ্ণগঞ্জ বানপুকুর এলাকার মনোজিৎ কর্মকারের সঙ্গে বিবাহ হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। পরমা নাথের পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই অতিরক্ত পণের চাপ দেয় আমার মেয়ের উপর সেই সঙ্গে তার শ্বশুর শাশুড়ি ও মানসিক অত্যাচার করত। জামাই বাড়িতে ফোন করে জানায় আপনার মেয়ের সঙ্গে ঝামেলা করছে বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে গিয়ে দেখি তালাবন্ধ কেউ নেই ঘরের তালা ভেঙে দেখি আমার মেয়ে সিলিং ফ্যানে গলায় ওড়না দিয়ে ঝুলছে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। জামাই মনোজিৎ কর্মকার ও তার পরিবারের এর বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।