দোয়ার মজলিস পূর্ব বর্ধমান

নতুন গতি ওয়েব ডেস্ক:পূর্ব বর্ধমান জেলার বলগোনা চটি তে অবস্থিত এ. এম. ইসলামিক মডেল স্কুল-এর পরিচালনায় বিদ্যালয়ের কনফারেন্স হলে ঈসালে সওয়াব (দোয়ার মজলিস) এর আয়োজন হয় এদিন

    প্রধান অতিথি ছিলেন বিচারপতি মহঃ আব্দুল গনি সাহেব, মাননীয় চেয়ারম্যান,ওয়াকফ বোর্ড, পশ্চিমবঙ্গ সরকার ও প্রেসিডেন্ট, বলগোনা তাজ এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদ ইব্রাহিম সাহেব, ডেপুটি ম্যাজিস্ট্রেট (অবঃ), শ্রীমতি কাকুলি সামন্ত, স্থানীয় প্রধান, স্কুলের টি আই সি সেখ আরজুল, স্কুলের একাডেমিক হেড জয়নাব খাতুন, মাস্টার জাহাঙ্গীর, মওলানা হাফেজ কারি সামসুল, শ্রী কবি গোস্বামী, মুফতি সিরাজুল, মুফতি রবিউল, স্কুলের সম্পাদক আবুল হাসান মন্ডল সহ স্কুলের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, ছাত্র-ছাত্রী সহ বিশিষ্ট আলেম উলামায়ে কেরাম ও এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ এবং অন্যান্য অতিথিবর্গ ।।।

    বিচারপতি মোঃ আব্দুল গনি বলেন ভাগ্যবান সেই ব্যক্তি যে সৎ সন্তানকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয় এবং ঐ ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা লাভ করে অপরকে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করে দেন । তাই আমাদের প্রত্যেকের উচিত এই ক্ষণস্থায়ী দুনিয়ায় ছেড়ে যাওয়ার আগে আমরা যেন প্রত্যেকে এই বিশেষ আমলের উপর পাবন্দি করতে পারি । তাই এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি বেশি করে গড়ে উঠুক যেখানে কোরআন শিক্ষার পাশাপাশি ইংরেজি, অংক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কম্পিউটার প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব সহকারে পঠন-পাঠন করানো হয় । এই শিক্ষা প্রতিষ্ঠান শ্রীবৃদ্ধির জন্য তিনি দোয়া করেন ।

    এছাড়াও তিনি বলেন ওয়াকফ সম্পত্তি কোনদিনই জবর দখল হবে না বা কেউ পড়তে পারবে না, যদি কেউ করে থাকেন বর্তমান ওয়াকফ আইন অনুযায়ী তা সম্পূর্ণ বেআইনি এবং সরকার সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে । আরো তিনি বলেন ঐ সমস্ত ব্যক্তির উপর আল্লাহর গজব পড়বেই পড়বে ।

    তিনি আরো বলেন মরহুম আলহাজ মান্নান মন্ডল যিনি বলগোনা তাজ এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা, তাঁর রুহে মাগফেরাতের জন্য আজকের এই ইসালে সওয়াব আয়োজন করা হয়েছিল ।

    তিনি আরও বলেন আল্লাহর এবাদত বন্দেগি শুধু মাত্র নামাজ, রোজা, হজ, জাকাত নয়, মানুষের ও অন্যান্য জীবের সেবাও এবাদতের মধ্যে পড়ে।

    পরিশেষে বিশ্ব মানবের জন্য শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয় ।।।

    সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বলগোনা তাজ এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি-র সম্পাদক আবুল হোসেন মন্ডল এবং এ. এম. ইসলামিক মডেল স্কুলের ছাত্রী সাবানা ইয়াসমিন ও আফরিন নাজ ।।।।