|
---|
সেখ সামসুদ্দিন, ১৪ এপ্রিলঃ বাবা সাহেব আম্বেদকরের ১৩৩তম জন্ম দিবস উপলক্ষে ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে মেমারি নুদিপুর মোড়ে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করা হয়। এই উপলক্ষে মেমারি চকদিঘী মোড় থেকে ডঙ্কা, আদিবাসী নৃত্য সহযোগে একটি বর্ণাঢ্য রেলি করে আম্বেদকর মূর্তির পাদদেশে যাওয়া হয়। তার আগে চকদিঘী মোড়ে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির পক্ষে তারকনাথ সাহা। নুদিপুর মোড়ে র্যালি পৌঁছানোর পর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল ও আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির তারকনাথ সাহা। এছাড়াও মাল্যদান করেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মু, নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত সকলে মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ দেন।