|
---|
আয়ুব আলি : ড: বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস বীজপুর শাখার উদ্যোগে আয়োজিত হয় ,ড: বিধান চন্দ্র রায়ের স্মরনে কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কসপ হাসপাতালে রোগীদের ফল বিতরন ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ড: বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় , প্রধান অতিথি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সহ – সভাপতি /তথা নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি , রক্তদান আন্দোলনের প্রান পুরুষ শ্রী পরেশনাথ সরকার,বীজপুর কংগ্রেস শাখার মৃনাল কান্তি ঘোষ, শিক্ষক ও সমাজসেবী অশোক দাস, সুদীপ্তা মজুমদার প্রমুখ।