ডা: হা: মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক এর উদ্যোগে এবং ফকির চাঁদ কলেজের সহযোগিতায় কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সচেতনতা কর্মসূচি

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-প্রতি বছরের ন্যায় এবারও নির্বাচন কমিশনারের নির্দেশ মত প্রত্যেকটা জায়গায় নতুন ভোটার এবং ভবিষ্যতে ভোটার হতে চায় তাদের কে ইমপ্রমেন্টের জন্য যা প্রশেস আছে সেগুলো কে ফলো করে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে সেই নিয়ে এক বিশেষ সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায় ডায়মন্ড হারবার মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক এর উদ্যোগে এবং ফকির চাঁদ কলেজ এর সহযোগিতায় কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে নতুন ভোটার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় কলেজের মধ্যে। পুতুল নাচের মধ্যে দিয়ে এবং কুইজ এর মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ছাত্র ছাত্রীদের বোঝানো হয়। এখানে উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক ম্যাডাম ব্রতী বিশ্বাস,প্রফেসর অঞ্জনা তাবাং পলিটিকাল সাইন্স, প্রফেসর ডালিয়া হালদার,কালাচাঁদ শেখ এসিস্ট্যান্ট প্রফেসর ,আবুল কালাম আজাদ এসিস্ট্যান্ট প্রফেসর পলিটিকাল এ ছাড়াও উপস্তিত ছিলেন অন্যান্য বিশিষ্ঠ আধিকারিক গণ। মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক ম্যাডাম ব্রতী বিশ্বাস তিনি বলেন ফকির চাঁদ কলেজের সহযোগিতায় এই ভোটার সচেতনতা কর্মসূচি করার জন্য তাদের কে আন্তরিক অভিনন্দন জানান। এবং তিনি কলেজের ছাত্রী ছাত্রীদের উদ্যেশ্য করে বলেন যারা নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছ, কি ভাবে হতে হবে,এবং কেনো হবে সেই বিষয় তুলে ধরে সকলকে বোঝালেন। এসিস্ট্যান্ট প্রফেসর আবুল কালাম আজাদ তিনি বলেন কলেজের নতুন ছাত্র ছাত্রীরা ও যারা আইনত নতুন ভোটার অধিকার পেয়েছে তাদের ইলেকশান বিষয়ে আরো তথ্য দেওয়ার জন্য এবং তাদের ভোটারাধিকার সঠিক ভাবে যেনো প্রয়োগ করতে পারে,পাশাপাশি এই বিষয় নিয়ে জনগণের কাছে সচেতন করতে পারে তার জন্য এই কর্মসূচি।