|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা আয়োজিত ৫ই সেপ্টেম্বর ( ২০২১ ) জাতীয় শিক্ষক ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৪তম শিক্ষক দিবস পালিত হোলো মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে।
উপস্হিত ছিলেন সমাজের বিভিন্ন দিক থেকে আমন্ত্রিত ১২ জন শিক্ষক এবং শিক্ষিকা। উপস্থিত ছিলেন সত্যরঞ্জন ঘোষ — প্রফেসর মেদিনীপুর কলেজ , দীপঙ্কর সন্নিগ্রাহী –শিক্ষক কলেজিয়েট বয়েজ স্কুল , যতীন্দ্র নাথ দে —-প্রাক্তন শিক্ষক ধ্বনেশ্বরপুর গোপালচন্দ্র শিক্ষা সদন মোম চক্রবর্তী— বাচিকশিল্পী এবং আবৃত্তির শিক্ষিকা , রথীন দাস — সঙ্গীত শিক্ষক , নন্দলাল ভকত —- জাতীয় কোচ বডি বিল্ডিং , আলোক পাল— যোগব্যায়াম কোচ , সুকান্তা চ্যাটার্জী —- নৃত্য শিক্ষিকা , পরিমল দাস —- রাজ্য কোচ জিমনাস্টিক , সুজিত দাস —- অঙ্কন শিক্ষক , শান্তনু ঘোষ — সুইমিং কোচ , মণিকাঞ্চন রায় —- শিক্ষক এবং সমাজসেবী । এইসব বিশিষ্ট শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করতে পেরে খুশি ও গর্বিত হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং সদস্যাগণ।
প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষকদের বরণ করে নেওয়া হয়। সংস্হার পক্ষ থেকে বক্তব্য রাখেন — সম্পাদিকা সুদীপ্তা দে , চেয়ারম্যান —- শ্রী গৌতম কুমার ভকত সভাপতি —–শ্রী দিলীপ মান্না মহাশয় প্রত্যেক শিক্ষক মহাশয় তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্হাপনা করার জন্য ছিলেন সংস্হার কার্যকরী সভাপতি রাজ্যশ্রী মন্ডল ,কোষাধ্যক্ষ ষোড়শী সিংহ , সদস্য——-কাজল চ্যাটার্জী , মৌসুমী মান্না , শর্মিলা কোলে, সঙ্গীতা সিংহ , নরসিংহ দাস ,সুব্রত মহাপাএ , আল্পনা ভুইঞা , সুতপা দত্ত অরুণ প্রতিহার , সুমন চ্যাটার্জী , বন্দনা চক্রবর্তী , শম্পা মন্ডল , সুলেখা কর , মৈত্রেয়ী রায় চৌধুরী , নীতা সিনহা পিন্টু কর, আর কে সিনহা এবং ইন্দ্রদীপ সিনহা। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন —– নন্দিনী ভকত সৃষ্টি সিংহ , সূর্য সিংহ , কৃস্ট্যাল দে রাপ্তি মন্ডল , সৌম্য চ্যাটার্জী, শ্রেষ্ঠা সিংহ এবং বন্দনা চক্রবর্তী।