|
---|
সেখ মহম্মদ ইমরান, নতুন গতি, মেদিনীপুর: আদিম জনজাতিদের ওপর গবেষণার জন্য “রিসার্চ এক্সসিলেন্স আওয়ার্ড ২০২০” পেয়ে মেদিনীপুরকে গর্বিত করলো ড.শান্তনু পাণ্ডা। ২০০৫ সাল থেকে শান্তনু পাণ্ডা লোধাদের নিয়ে গবেষণা করছেন। উনার ৪০ টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। বিশেষ একটি গবেষণাপত্রের ওপর আলোকপাত করে একটি জাতীয় স্তরের গবেষণা সংস্থা ইনস্টিটিউট অফ স্কলারস (Institute of Scholars) উনাকে সম্মানিত করেছেন। যে টপিকের ওপর আলোকপাত করেছেন তা হলো How the Developmental Programme breakdown among the Marginalized Tribal Community: A Case of Lodhas in West Bengal, Published in the international journal of: Asian Man. অর্থাৎ টপিকটা ছিল প্রান্তিক আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কীভাবে উন্নয়নমূলক কর্মসূচি ভেঙে যায়: পশ্চিমবঙ্গে লোধাদের একটি পর্যালোচনা, যেটি আন্তর্জাতিক জার্নাল “এশিয়ান ম্যানে” প্রকাশিত হয়েছে।
ড.শান্তনু পাণ্ডা একজন নৃতাত্ত্বিক, গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষক। উনার আদি বাড়ি ঝাড়গ্রাম জেলার মহাপাল গ্রামে হলেও উনি মেদিনীপুর শহরে রবীন্দ্র নগরে স্থায়ীভাবে বসবাস করেন। উনার নেশাই হলো সমাজসেবা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে নিয়ে আসার জন্য ব্যক্তিগত ভাবে এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নিরলস পরিশ্রম করে চলেছেন।