স্বাধীনতা দিবস উপলক্ষে কেশপুর থানায় বসে আঁকো প্রতিযোগিতা

কেশপুর: ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস। ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে ১৯৪৭ সালের ১৫ অগস্টই স্বাধীনতা অর্জন করেছিল দেশ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা দেশেই পালিত হচ্ছে আজাদির অমৃতমহোৎসব।

    রাজ্য তথা দেশজুড়েই প্রভাতফেরী, স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠান পালন হলো। এদিন কেশপুর থানার উদ্যোগে প্রাঙ্গণের জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা হল । এদিন সকাল ন’টায় ভারতের ত্রিরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি। এছাড়াও অন্যান্য অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারগন পতাকা তলে মাল্যদান করেন। এদিন দ্বিতীয় পর্বে এলাকার কচিকাঁচাদের নিয়ে বসে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের কেশপুর থানার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। এদিন কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি সহ অন্যান্য পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।