বাল্যবিবাহ রোধে অংকন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) এর ‘বেগম রোকেয়া কন্যাশ্রী ক্লাব’ এর উদ্যোগে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মধ্যাহ্ন আহারের পর শুরু হয় এই প্রতিযোগিতা।

    পঞ্চম থেকে দশম শ্রেণির মোট ৩৮ জন‌ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংকনের বিষয় ছিল “বাল্যবিবাহ রোধ”। তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

    প্রধান শিক্ষক সেক নুর আলম বলেন, “‘করোনা পরবর্তী সময়ে স্কুলছুট ও বাল্যবিবাহের সংখ্যা জেলা তথা সারা রাজ্যে কিছুটা হলেও বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়”। অন্যান্যদের সহযোগিতায় অংকন প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন মাদ্রাসার সহশিক্ষক নরসিংহ দাস।