ফুলবাড়ির মজদুর বস্তিতে পানীয় জলের সমস্যা

উত্তরবঙ্গ: ফুলবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মজদুর বস্তিতে পানীয় জলের সমস্যা প্রচন্ড পরিমানে বেড়ে গিয়েছে। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, তবে প্রশাসন নির্বিকার।

    ফুলকারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পানীয় জলের সরবরাহের জন্য এলাকাজুড়ে বেশ কয়েকটি পাত কুয়া বসানো হয়েছিল। তবে দীর্ঘ কয়েক বছর চলে যাবার পরেও কোন সংস্কার হয়নি সেগুলো। ড্রেনের নোংরা জল কুয়ার পানীয় জলের সঙ্গে মিশে যাচ্ছে, সেই জল পান করে অনেকের পেটের সমস্যা হচ্ছে। ওই এলাকার বাসিন্দারা অবিলম্বে পানীয় জলের সুব্যবস্থা জন্য দাবি জানিয়েছেন।