জলের ট্যাংকের মাধ্যমেই প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে যাবে পানীয় জল

নিজস্ব প্রতিবেদক:- নতুন জল ট্যাংক বসানোর কাজ শুরু হয়েছে পূর্ব বর্ধমান শহরের বিভিন্ন জায়গায়। সেই জলের ট্যাংকের মাধ্যমেই প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে যাবে পানীয় জল। তবে যে সমস্ত পুরনো জল ট্যাংক রয়েছে, যখন তখন তা ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সেইদিকেও নজর দিয়েছে প্রশাসন। পুরোন ট্যাংকগুলি ভেঙে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আর নতুন ট্যাংকগুলো খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে বলেও জানা গিয়েছে। দীর্ঘ দিনের পুরনো জল ট্যাংকগুলি ভগ্ন দশা অবস্থায় রয়েছে। চাঙ্গর খসে পড়তো ট্যাংকগুলি থেকে। তাই সেই সব জল ট্যাংক পুরোপুরি ভেঙে দেওয়া হল বর্ধমান পুরসভার পক্ষ থেকে।স্থানীয়রা বলছেন, “ট্যাংকগুলি বহু পুরোনো। আর এই পুরোনো ট্যাংক ভেঙে দেওয়ার ব্যবস্থা করছে জেলা প্রশাসন, যা খুব ভালো উদ্যোগ।” পুরসভার এই কাজের প্রশংসা করেন স্থানীয়দের একাংশ। পাশাপাশি তাঁরা বলেন, নতুন ট্যাংক বসানো হচ্ছে এলাকায়, এতে তাঁরা খুব খুশি।বর্ধমান শহরকে নানা ভাবে সাজিয়ে তুলছে জেলা প্রশাসন। পুরসভাও নিচ্ছে একাধিক উদ্যোগ। সম্প্রতি হকারদের রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছে যানজট মুক্ত করতে। পাশাপাশি টোটোগুলির উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ আনা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে অভিযান শুরু করেছে প্রশাসন। এছাড়া ও একাধিক কর্মসূচী নিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকরা, আর তার মধ্যেই হল নতুন ট্যাংক বসিয়ে পুরোনো জলের ট্যাংক ভেঙে দেওয়ার কাজ।