|
---|
জলপাইগুড়ি: ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার 24 ঘন্টা অতিক্রম হয়েছে। এখনো আতঙ্কে রেশ কাটেনি ট্রেনের চালক প্রদীপ কুমারের। তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্তকারী অফিসারদের সহযোগিতা করছেন বলে জানা গেছে
বৃহস্পতিবার সকাল 11:30 এ তিনি ডিউটিতে যোগ দেন। এরপর বিকাল পাঁচটা নাগাদ গৌহাটি বিকানির এক্সপ্রেস এর বেশ কয়েকটি বগি উল্টে যায়। প্রচুর মানুষ আহত হয়েছেন এই দুর্ঘটনার ফলে। এখনো পর্যন্ত মৃত্যু সংখ্যা 9 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।
গাড়ির চালক প্রদীপ কুমার জানান দোমোহিনী স্টেশনের কাছে আচমকা জোরে শব্দ হয় । এরপর তিনি পিছনে ঘুরে দেখেন ট্রেনের বগিগুলো উল্টে যাচ্ছে। তখনই এমার্জেন্সি ব্রেক চাপেন তিনি। ভয়াবহ অভিজ্ঞতা ভুলতে পারছেন না প্রদীপ কুমার ।