ডিএসপি ( ডি.ই.বি)-র নেতৃত্বে বালি ভর্তি ৩টি ডাম্পার সহ ৬ জন আটক

 

     

    খান আরশাদ, বীরভূম:

    বালি ভর্তি ৩টি ডাম্পার সহ ছয়জনকে আটক করল পুলিশ। জেলায় অবৈধ ভাবে বালি পাচার, কয়লা পাচারের বিরুদ্ধে বীরভূম জেলা পুলিশের লাগাতার অভিযান চলছে বীরভূমের বিভিন্ন এলাকায়। বীরভূমের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ অবৈধভাবে পাচার করা বালি ভর্তি ট্রাক্টর, ডাম্পার আটক করছে। পাশাপাশি অবৈধভাবে পাচার করা কয়লা বাজেয়াপ্ত এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।
    ডিএসপি ( ডি ই বি) স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অন্যান্য দিনের মতো অবৈধ কয়লা ও বালির বিরুদ্ধে সোমবার জেলায় নৈশকালীন অভিযান চালানো হয় ।
    এ সময়েই ওভারলোডেড তিনটি বালি ভর্তি ডাম্পার আটক করে পুলিশ।
    ১৪ নম্বর জাতীয় সড়কে পুলিশ ওই গাড়িগুলোকে আটক করার চেষ্টা করলে চালকরা পুলিশকে পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিএসপি (ডি ই বি) স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ওই ডাম্পার তিনটির পিছন ধাওয়া করে এবং মহম্মদবাজার-সাঁইথিয়া রুটে ওই তিনটি ডাম্পারকে পুলিশ আটক করতে সক্ষম হয়। পুলিশ তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে ডাম্পারের চালকরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
    অবৈধভাবে ওভারলোডেড বালি ভর্তি ওই তিনটি ডাম্পারের তিনজন চালক ও তিনজন খালাসিকে পুলিশ গ্রেফতার করে।
    ধৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে বালিগুলি ময়ুরাক্ষী নদী থেকে এবং তিলপাড়া ঘাট থেকে তোলা হয়েছে এবং সেগুলি পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্য ছিল।
    বালি ভর্তি তিনটি ডাম্পারের তিনজন চালক, তিনজন খালাসী এবং ওই ডাম্পার গুলির মালিকের বিরুদ্ধে মহম্মদবাজার থানাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।