ডিএসপির নেতৃত্বে অভিযান চালিয়ে বীরভূমে অবৈধ বালি বোঝাই ডাম্পার ও কয়লা আটক

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    ডিএসপি নেতৃত্বে অভিযান চালিয়ে বীরভূমে অবৈধ বালি বোঝাই ডাম্পার ও কয়লা আটক করা হল। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে
    বীরভূমের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয় এবং মধ্যরাতে শেরপুর,
    খড়গ্রাম মুর্শিদাবাদগামী একটি বালি বোঝাই ডাম্পার মহম্মদ বাজার থানার অধীনস্থ শেওড়াকুড়ি বাজারের কাছে আটক করা হয়। চালক এবং সহকারী উভয়েই স্বীকার করে যে তারা সিউড়ির বাঁশজোড় ময়ূরাক্ষী নদী থেকে সরাসরি জেসিবির সাহায্যে বালি উত্তোলন করছে, যদিও বর্ষা মৌসুমের কারণে এটা এখন নিষিদ্ধ। এমনকি তারা অতিরিক্ত বালি বোঝাই করার পক্ষে কোনও ই-চালান বা অন্য কোনও নথিও দেখাতে পারেনি। ফলে পুলিশ অবৈধভাবে বালি বোঝাই ওই ডাম্পার টি আটক করে।
    পাশাপাশি

    সিউড়ি থানার অধীনস্থ ঝোড়োমাঠের কাছে পাকা রাস্তায় সিউড়িগামী একটি কয়লা বোঝাই মোটরসাইকেল আটক করা হয়। পুলিশ পিছু ধাওয়া করলে বাইক চালক পালিয়ে যায়। জানা যায় দুবরাজপুরের গোপালপুর থেকে প্রায় ৮ কুইন্টাল কয়লা বোঝাই করে পাচার করা হচ্ছিল। চালক ও খালাসী সহ বালি বোঝাই ডাম্পার এবং কয়লা বোঝাই মোটরসাইকেলটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত যানবাহনের চালক, সহকারী এবং মালিক উভয়ের বিরুদ্ধেই সুনির্দিষ্ট ধারায় পুলিশ মামলা রুজু করেছে।