ডিএসএস মিশন(উ.)এর উদ্যোগে মেধাঅন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হল।

সংবাদদাতা : দক্ষিণ ২৪পরগণা, তালদির পাতিখালিতে DSS MISSION (HS) এর উদ্যোগে ১৫ই অক্টোবর মেধাঅন্বেষণ২০২৩ অনুষ্ঠিত হল। এই মেধাঅন্বেষন পরীক্ষা ৮টি সেন্টার প্রায় ৭০০ এর উপরে ছাত্র ও ছাত্রী পরীক্ষায় বসেছিল। চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র -ছাত্রী পরীক্ষা দিয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ছাত্র -ছাত্রীদের সঙ্গে অভিভাবক -অভিভাবিকাদের চোখে পড়ার মত ছিল। পরীক্ষার শেষে ডিএসএস মিশনের সম্পাদক নাসিরউদ্দিন সেখ জানান মেধাঅন্বেষন প্রতি বছর হবে সকলকে ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসার জন্য অনুরোধ করেন।