|
---|
সেখ সামসুদ্দিন : ৯ জানুয়ারি, রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকা থেকে দুই ছাগল চোরকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। তাদের নাম আব্দুল হান্নান এবং মোহাম্মদ আলী। উভয়ের বাড়ি ইকবালপুর থানা এলাকায়। এই দু’জন ব্যক্তিকে ছাগল চুরি করার অভিযোগে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি চারচাকা গাড়ি ও পাঁচটি ছাগল পাওয়া যায়। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে ফেলে। রবিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে বর্ধমান আদালতে পাঠানো হয়।