সাত সকালে ডায়মন্ড হারবার সরিষা হাটে জোড়া খুন

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: সাত সকালে হাটের মধ্যে জোড়া খুন ঘিরে চাঞ্চল্য, ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার সরিষা হাটের মোড় এলাকায় I স্থানীয় সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার থানার দুই নম্বর ব্লক বাগদা গ্রামের বাসিন্দা নুর সালাম বেগ আজ সকালে সরিষা হাটে বাজারে আসে সেই সময় ধারালো অস্ত্র দিয়ে কোয়েক জন দুষ্কৃতী তার উপর হামলা চালায় I সঙ্গে সঙ্গে সেই জায়গায় মাটিতে লুটিয়ে পড়ে নুর সালাম বেগ, দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে সেই সময় স্থানীয় লোকজন তাদের মধ্যে শরিফুল বেগ নামে একজন কে ধরে ফেলে, তাকে গণধোলাই দেয় ওই জায়গায় সেও নিহত হয় I

    এই মুহুর্তে সরিষা হাট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়, ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে নিহত দুটি দেহকে নিয়ে ডায়মন্ড হারবার মর্গে পাঠানোর ব্যবস্থা করে I কি কারণে সাত সকালে এই জোড়া খুন ডায়মন্ড হারবার থানার পুলিশ এখনোও পর্যন্ত স্পষ্ট জানাতে পারছে না I দেহ দুটি উধ্যার করে তদন্ত শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার থানার পুলিশ I স্থানীয় সূত্রে যতটা জানা যায় নিহত তারা দুই ভাইরা ভাই ছিল বলে জানা যায় পারিবারিক কারণে এমন এই ঘটনা I