|
---|
নিজস্ব সংবাদদাতা : দুয়ারে গাছ এবং রাখিবন্ধন উৎসব পালন করল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। বেশ কয়েকমাস যাবদ এই সংস্থা দুয়ারে গাছ কর্মসূচি পালন করে চলেছে সারা বাংলা জুড়ে। বর্ধমান শহরে দুয়ারে গাছ এবং রাখিবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি আবু আজাদ, হুগলি জেলা সম্পাদক সেখ মাবুদ আলী, রেশমা খাতুন প্রমূখ। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর, কার্জনগেট, বিরহাটা, পুলিশ লাইন, হাসপাতাল মোড়, গোলাপবাগ, খোসবাগান, বিভিন্ন এলাকাতে বৃক্ষবিলির সাথে সাথে রাখি ও পড়ানো হয় পথ চলতি মানুষদের। ঘরের কাছে হাতে রাখির সাথে গাছের চারা পেয়ে এলাকার মানুষ আপ্লুত।
করোনা মহামারির জেরে বছরের বেশির ভাগ সময় লকডাউনের ফলে মানুষ ঘড় বন্দি, সেই কথা মাথায় রেখে এই অভিনব উদ্যোগ *’দুয়ারে গাছ’*। মানুষের হাতের নাগালে সহজেই এবং দ্রুত গাছের চারা পৌঁছে যায়, মানুষের সবুজায়নের উদ্যোগে যাতে ভাটা না পরে তার জন্য মানুষের দুয়ারে গাছ তাঁরা পৌঁছে দিচ্ছেন বলে জানান সংস্থার সর্বভারতীয় সভাপতি আবু আজাদ।