বাংলার মুখ্যমন্ত্রীর পাইলট প্রজেক্ট দুয়ারে রেশন

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দুয়ারে রেশন। কাল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত পাইলট প্রজেক্ট দুয়ারে রেশন। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় এম আর ডিলাররা রেশন কার্ড হোল্ডার দের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন রেশন সামগ্রী । বিশেষ করে গাঙ্গেয় সুন্দরবন এলাকায় এই ব্যাবস্থা শুরু হওয়ার খুবই খুশী এলাকাবাসী। পশ্চিমবঙ্গে জেলায় জেলায় শুরু হলো প্রজেক্ট দুয়ারে রেশন । সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে রেশন সামগ্রী পৌঁছানোর ঠিক মতো ব্যাবস্থা না থাকলেও, ডিলার রা কষ্ট সৃষ্ট করে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিলেন মালামাল তাতেই ব্যাপক উজ্জীবিত রেশন কার্ড হোল্ডাররা । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে সম্ভব দুয়ারে রেশন, পশ্চিমবঙ্গে এই প্রথম। ভারতবর্ষে আর কোন রাজ্যে দেখা মেলে না এমনি পরিষেবা ।