|
---|
রহমতুল্লাহ, লালগোলা : ১৫ই ফেব্রুয়ারী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের দেওয়ানসরাই অঞ্চলের চর-গয়েশপুর গ্রামে এই প্রথম “দুয়ারে রেশন” প্রকল্পের শুভ উদ্বোধনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবী তথা লালগোলা বিধানসভার বিধায়ক মহম্মদ আলী সাহেব, এছাড়াও উপস্থিত ছিলেন মিনারুল ইসলাম (রকি), লালগোলা ব্লক যুব কার্যকরী সভাপতি ও খাদ্য কর্মাদক্ষের প্রতিনিধি, বাড়ালা পঞ্চায়েতের কর্মরত সরকারি কর্মচারী সুমন সরীফ, মোতাহার হোসেন , বন ও ভূমি কর্মা দক্ষ, তৌফিকুল ইসলাম প্রাক্তন ব্লক সভাপতি। সফিকুল ইসলাম প্ৰমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন মতিউর রহমান।