বাসুল ডাঙ্গা নোপারা জুনিয়ার প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শনে এম পি সাহেবের প্রতিনিধি দল

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি,সম্প্রীতি এদিন দুয়ারে সরকার প্রকল্পে ভিন্ন চিত্র ধরা পড়ল।সাধারণ মানুষের কাছে প্রকল্পকে আকর্ষণীয় করে তুলতে নেওয়া হল অভিনব উদ্যোগ। লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু সহ আরও অন্যান্য সকল বিষয়ের জন্য আলাদা আলাদা ক্যাম্প থেকে ফর্ম দেওয়া হচ্ছে। মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রশাসনের উদ্যোগে খুশি মানুষ। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের একটি প্রতিনিধি দল, ১নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী, বাসুল ডাঙ্গা অঞ্চল যুব সভাপতি মেহবুব রহমান মোল্লা,পঞ্চায়েত সমিতির সভাপতি সম্পা চৌধুরী,ও সহ সভাপতি জালাল উদ্দিন সরদার সহ অঞ্চলের সকল নেতৃত্বরা।

    ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের অন্তর্গত বাসুল ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নোপারা জুনিয়ার প্রাথমিক বিদ্যালয়ে ছিল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। সেখানেই দেখা গেল অভিনব এই ধরনের উদ্যোগ। সরকারি প্রকল্পের উপর মানুষের উৎসাহ এবং প্রকল্প সম্বন্ধে মানুষের ধারণা স্পষ্ট করার জন্য এরকম উদ্যোগ বলে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে। ১নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী বলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিধানসভা ভোটের আগেই দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করে। রাজ্যের প্রত্যেক মানুষ যাতে সরকারি প্রকল্পের সঠিক সুবিধা পায় তাই এই ধরনের উদ্যোগ নেয় রাজ্য সরকার। কারণ এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত সরকারি প্রকল্প থাকলেও সমন্বয়ের অভাবে প্রান্তিক গ্রামের বহু মানুষ এই সব প্রকল্পের সুবিধা পেত না। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেন। লক্ষ্য সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারকে পৌঁছে দেওয়া। অর্থাৎ প্রত্যেক মানুষ যাতে সরকারি সুযোগ-সুবিধা সঠিক ভাবে পায়। প্রথমদিকে দেখা যায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে মানুষের বাঁধভাঙ্গা ভিড়ের ফলে তৈরি হচ্ছিল বিশৃঙ্খলা। বহু মানুষকে কাজের জন্য গিয়েও কাজ না হওয়ায় ঘুরে আসতে হচ্ছিল, যা নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। কিন্তু এই দিন দেখা গেল একদম অন্য চিত্র, মানুষের ভিড় থাকলেও কেউ কোনো সমস্যায় পড়েনি। সঠিক ভাবে ফর্ম দিয়ে এবং ফর্ম জমা নিয়ে চলেছে প্রকল্পের কাজ। ফলে খুশি সাধারণ মানুষ।

    লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হচ্ছে এই ক্যাম্পে। প্রত্যেকটা প্রকল্প সম্বন্ধে সঠিক ভাবে ধারণা পাচ্ছে সাধারণ মানুষ তার ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ।