|
---|
নিজস্ব সংবাদদাতা, ৮ সেপ্টেম্বরঃ রাজ্যের প্রত্যেকটি মানুষের সার্বিক কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারী সরকার চলছে। সেই দুয়ারে সরকারের শিবির কেন্না নিন্মবুনিয়াদি বিদ্যালয়ে পরিদর্শনে মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলাপরিষদ সদস্য নিত্যানন্দ ব্যানার্জী ও মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, নিমো ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ আব্দুর রহমান এবং উপপ্রধান, মেমারি-১ ব্লকের অন্তর্গত কেন্না নিমো-২ অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্পে ঘুরলেন। ৩৫টি পরিষেবা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সফলতম ও জাতীয়স্তরে সমাদৃত দুয়ারে সরকার মানুষের কাছে পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিচ্ছে তা পরিদর্শন করলেন।