দুয়ার সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করছেন সভাধিপতি মেহবুব রহমান 

  1. আজহার উদ্দিন : হুগলী জেলার পুরশুডা বিধানসভার বিভিন্ন জায়গায় দলীয়   পতাকা উত্তোলন ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও পঞ্চায়েত সমিতির করমাধখ দের নিয়ে দুয়ারে সরকার পরিদর্শন ও গ্রামের মানুষের মধ্যে দশ বছরের কি কি কাজ হযেছে তাঁর তথ্য তুলে ধরে এক রিপোর্ট কার্ড মানুষেরে মধ্যে বিলি করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান ও তৃণমূল নেতা কিংকর মাইতি সহ অন্যান্য তৃণমূল ও নেতৃত্ব কর্মীবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সরকারি সাহায্য সহযোগিতা এখন প্রচুর মানুষ সুবিধা পাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র হাত শক্ত করতে উন্নয়নে সামিল হয়ে মানুষের জন্য কাজ করতে হবে বলে জানান হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান। কারন সরকার একের পর এক প্রকল্প সূচনা করছে যার ফলে দুয়ারে সরকার হাজির সাধারণ মানুষ এর সুবিধা হয়েছ কেউ অস্বীকার করতে পারে না এই বাংলা সম্প্রীতির বাংলা সব ধর্মের মানুষের বসবাস আমরা একে অপরের সঙ্গে সাহায্য সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যবোধ বলে মনে করি এই আবেদন সকলের কাছে রাখেন সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান।পাশাপাশি তিনি বলেন ধর্ম নিরপক্ষে সরকার গডবে,সাম্প্রদায়িক শক্তি কোন ভাবে মাথা তুলতে না পারে এখানে ধর্মীয় মেরুকরণ করে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে সফল হবে না তৃণমূল কংগ্রেস সরকার যে যে উন্নত মানের কাজ করেছে বাংলা র ছেলে মেয়ে রা উচ্চ শিক্ষা সুফল পাচ্ছে সাস্থ সাথী থেকে শুরু করে সর্বত্রই উন্নয়নে জোযার।