|
---|
সেখ সামসুদ্দিন, ৬ এপ্রিলঃ জামালপুর ব্লকের জারগ্রাম ও বেরুগ্রাম এই দুই পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হয়। সেই ক্যাম্প পরিদর্শন করেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক সহ দুই পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান ও অঞ্চল সভাপতিরা। সাদিপুর ও বেরুগ্রাম হাই স্কুলের দুটি ক্যাম্প পরিদর্শন করেন জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত। বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খান দুজনেই বলেন দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম সফল প্রকল্প সাধারণ মানুষের ঘরে বা দুয়ারে পৌঁছে গেছে সরকারি অফিস। পরিষেবা পেতে মানুষকে আর ছুটে আসতে হচ্ছে না পঞ্চায়েত বা ব্লক অফিসে। এই প্রকল্প আজ সারা দেশের কাছে রোল মডেল।