সোমবার জলপাইগুড়িতে চালু হল দুয়ারে ভ‍্যাকসিন কর্মসূচি

নতুন গতি নিউজ ডেস্ক: সোমবার জলপাইগুড়িতে চালু হল দুয়ারে ভ‍্যাকসিন কর্মসূচি। এদিন জলপাইগুড়ি পুরসভার ১ নং ওয়ার্ডের রাজবাড়ির আর আর প্রাথমিক বিদ্যালয়ে শুরু হল ভ‍্যাকসিন দেওয়ার কর্মসূচি। এদিন শহরের এক ও দুই নম্বর ওয়ার্ডে এই টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পুরসভার প্রশাসন মণ্ডলীর সদস্যদের উপস্থিতে চলছে এই ভ‍্যাকসিন করণের কাজ। ৬০ বছরের উর্ধে ও ৮০ বছরের উর্ধে বৃদ্ধ-বৃদ্ধাদের টিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রতিবন্ধীদের দেওয়া হচ্ছে টিকা। বয়েসের ভিত্তিতে বয়স্কদের আগে ও প্রতিবন্ধীরা কত শতাংশ প্রতিবন্ধী সেই ভিত্তিতে দেওয়া হচ্ছে ভ‍্যাকসিন । পুরসভার চেয়ারপার্সেন পাপিয়া পাল বলেন,এক ও দুই নম্বর ওয়ার্ড থেকে এই দুয়ারে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হল ধাপে ধাপে সব ওয়ার্ডে এক কর্মসূচি চলবে।