|
---|
নিজস্ব সংবাদদাতা :আলিপুরদুয়ারে শুরু হল ডুয়ার্স উৎসব, এই উৎসব আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। ডুয়ার্স উৎসব উপলক্ষে আজ আলিপুরদুয়ারের বিএম ক্লাব ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রী বুলু চিকবরাইক সহ আরো অন্যান্যরা। এবারের ডুয়ার্স উৎসবে মোট ৬০০ টি স্টল রয়েছে, স্টল গুলির মধ্যে বাংলাদেশ ও নেপালের স্টল আছে।