|
---|
আর এ মণ্ডল : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় “দুয়ারে সরকার”এর ন্যায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি -ইন্দাস চক্রের উদ্যোগে সপ্তাহ ব্যাপী “দুয়ারে শিক্ষক”কর্মসূচি পালনের চতুর্থ দিন ২রা আগষ্ট, সোমবার, রোল গ্ৰাম পঞ্চায়েতের অধীন ৯০টি দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হ’ল শুকনো খাবার(চিঁরে,চিনি,বিস্কুট),স্যানিটাইজার, সাবান ও মাস্ক ।সেই সঙ্গে সাধারণ মানুষ কে আসন্ন “করোনা র তৃতীয় ঢেউ ” এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য করোনা বিধি মেনে চলার অনুরোধ জানানো হ’ল ।আজকের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি-ইন্দাস চক্রের সভাপতি আব্দুল গফফার ও সুভাষ পাল, মুক্তপদ বৈরাগী,প্রভাস পাল, প্রমুখ শিক্ষক, শিক্ষিকা বৃন্দ এছাড়া রোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেখ আলো,বাদল মল্লিক এবং সাধারণ মানুষ।