সার্ভিস ট্যাক্সের নামে তোলা আদায় চলছে দুবরাজপুরে।

আজিম শেখ দুবরাজপুর, ১৪ জুলাই ২০১৯ : “সার্ভিস ট্যাক্স”। এভাবেই কুপন ছাপিয়ে জাতীয় সড়কের উপর তোলা আদায় করছে কিছু যুবক। কেউ দিতে না চাইলে জুটছে ধমকানি, চমকানি। এক প্রকার জোড় করে বেআইনি ভাবে তোলা হচ্ছে টাকা।

    বীরভূমের দুবরাজপুর পুরসভার উপর দিয়ে চলে গিয়েছে রানীগঞ্জ – মোড়্গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক। ওই রাস্তার উপর ১৬ নম্বর ওয়ার্ডের গোশালাপাড়ায় রীতিমত অফিস খুলে যানবাহন থেকে টাকা আদায় করছে কিছু যুবক। এক টুকরো কুপন ধরিয়ে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টাকা আদায় চলছে দীর্ঘদিন ধরে। কুপনে নেই কোন সিল মহর। কুপন দিয়ে কিসের জন্য টাকা তোলা হচ্ছে। কারা তুলছেন। তার কোন উল্লেখ নেই। এমনকি কুপনে আদায়কারীর সাক্ষরের জায়গাও ফাঁকা। এভাবেই দিনের পর দিন পরিষেবা করের নামে চলছে টাকা আদায়। প্রতিবাদ করতে গেলে চালকদের জুটছে হুমকি।

    এব্যাপারে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, “পুরসভার আয় বাড়াতে কয়েক বছর আগে টেণ্ডারের মাধ্যমে ওই টোল খোলা হয়েছে। তবে যে কুপন দিয়ে তোলা হচ্ছে সেখানে পুরসভার নাম থাকা উচিত ছিল। কিন্তু কেন তারা পুরসভার নাম রাখেনি তা খতিয়ে দেখা হবে। বিষয়টি মহকুমা শাসককে জানাব”।

    বছর দেড়েক আগেই দুবরাজপুর পুরসভার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু নির্বাচন না করিয়ে সেখানে প্রশাসক বসিয়ে কাজ চালাচ্ছে সরকার। দায়িত্বে রয়েছেন সিউড়ি সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল। তিনি বলেন, “টোল তোলার বিষয়টি আমার জানা নেই। তবে জাতীয় সড়কের উপর কেউ টাকা তুলতে পারে না। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে”।

    জাতীয় সড়কের দেখভালের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিশিকান্ত সিং বলেন, “জাতীয় সড়কের উপর কেউ টোল তুলতে পারে না। একমাত্র জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই টোল তুলতে পারে। তবে ওই এলাকায় আমাদের কোন টোল কাউন্টার নেই। যারা টাকা তুলছে তারা বেআইনি কাজ করছে”।