|
---|
নিজস্ব সংবাদদাতা : ব্যাহত আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক পরিষেবাচারতোরসা নদীর জল না কমার কারণে ব্যাহত ফালাকাটা আলিপুরদুয়ার সড়ক পরিবহন। উত্তরবঙ্গ সহ আলিপুরদুয়ারের লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, সে কারণে চারতোরসা নদীর জলস্তর বেড়ে গিয়েছে, এবং সংলগ্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জলস্তর না কমার কারণে রাস্তা মেরামতের কাজ শুরু করতে পারছে না প্রশাসন। এই নদী মূলত খরস্রোতা নদী, সেই কারণে ভুটানের বৃষ্টিপাতের জল এই নদীতে প্রবাহিত হচ্ছে। আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু না হওয়ার কারণে এলাকার বাসিন্দারা অসুবিধার মধ্যে পড়েছেন।