|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার একটি প্রাচীনতম শহর হল দাঁইহাট। এই দাঁহাট শহরের অনেক ইতিহাস জড়িয়ে আছে। এবছর করোনা সংক্রমণ কারণে প্রশাসনের নির্দেশে মনে দাঁইহাট শহরের ঐতিহ্যবাহী রাস উৎসবের শোভাযাত্রা হবেনা। সাহাপাড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে শিবদুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে। এইবার পুজো ৫১ তম বর্ষে পদার্পণ করল। এইখানে প্লাস্টিকের ফুল দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে।
পাইকপাড়া এলাকায় একটি পুজো মণ্ডপে তৈরি করা হয়েছে করোনা। বিবেকানন্দ ক্লাবের ঠাকুর করা হয়েছে রাধাকৃষ্ণ। এইবার পুজো ২৫৯ বছরে পড়ল। আদিবাসী গ্ৰামের আদলে তৈরি করা হয়েছে এই ক্লাবের পুজো মণ্ডপ। নটরাজ স্মৃতি সংঘের এইবার পুজোর থিম হল ফুল। ৩২ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। পুজো উপলক্ষে সংঘের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হবে। এইবার মাতঙ্গিনী মাতা পুজো কমিটির কম বাজেটের মধ্যে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এই পুজো ১০০ বছরে পড়ল। যুব সংঘের এইবার শ্রী শ্রী কৃষ্ণ পুজো করা হচ্ছে। ২৬ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। সরাসরি বিধি মেনে রাস উৎসব হচ্ছে।