|
---|
নিজস্ব সংবাদদাতা : হাওড়া-বর্ধমান মেইন লাইনে ব্যাহত ট্রেন চলাচল। রিষড়ায় রেল গেট বিকল হওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ থাকে ট্রেন চলাচল । তারপর প্রথমে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হলেও, ডাউন লাইন বন্ধ ছিল। অবশেষে আপ-ডাউন দুটো লাইনই খুলেছে।
একদিকে অফিস টাইমের ভিড় শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে ট্রেন বন্ধ। এর জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শুক্রবার বিকালে রিষড়ায় লেভেল ক্রসিংয়ের উপর বিকল হয়ে যায় একটি ঢালাই গাড়ি। পুরসভার জলের ট্যাঙ্ক তৈরির জন্য যাচ্ছিল ওই ঢালাই গাড়িটি। রিষড়ায় রেল গেট পেরনোর সময় লেভেল ক্রসিংয়ের উপর খারাপ হয়ে যায় সেই ঢালাই গাড়িটি। আর তার জেরেই বন্ধ হয়ে যায় হাওড়া-বর্ধমান মেইন শাখায় ট্রেন চলাচল।
ঢালাই লরি বিকল হওয়ার খবর পেয়েই পুরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। লেভেল ক্রসিংয়ের উপর থেকে ঢালাই গাড়িটি সরানোর কাজ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর আপ লাইন খুলে দেওয়া হয়। এর খানিক পরে ডাউন লাইনও খুলে দেওয়া হয়েছে।